Established: 1951. EIIN: 136289
stjosephschool1951@gmail.com

এক ঝলকে

পরিচিতি : পুরো নাম সিস্টার পিয়া ফার্নান্দেজ। জন্ম ১৯১৪ সালের ১০ জুন, ভারতের কর্নাটক রাজ্যের ম্যাংলোরে (গধহমষড়ৎব)। তার পিতা লেজারুস ফার্নান্দেজ আর মা তেরেসা ফার্নান্দেজ। মোট ৭ ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। ‘সিস্টার’ উপাধি পাওয়ার পর ১৯৫১ সালে তিনি বাংলাদেশে আসেন। দিনাজপুরের মিশনে আসার পর তিনিসহ আরো ৪ জন_ সিস্টার বারটিল্লা, সিস্টার ব্যাংলিয়াল ফার্নান্ডিস, সিস্টার মার্গারেট প্রাইস এবং সিস্টার কার্লো মিলে শিক্ষা প্রসারের জন্য ওই বছরই দিনাজপুরে প্রতিষ্ঠা করেন সেন্ট জোসেফ স্কুল। অন্য ৪ জন সঙ্গী বিভিন্ন সময়ে চলে যান, কিন্তু সিস্টার পিয়া এখানেই থেকে যান। বর্তমানে ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ১ হাজার ৬৫০ জন। দুই শিফটে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। সকালের শিফট সবার জন্য, যেখানে ছাত্রছাত্রী ১ হাজার ৩৫০ জন। আর বিকেলের শিফট শুধু দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ৩০০ জন।